ব্রাজিল, চিলি, আর্জেন্টিনাসহ বিশ্বের আরও কয়েকটি দেশের নাগরিকদের ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশগুলোতে উদ্বেগজনক হারে করোনা বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ তালিকায় নেই বাংলাদেশিদের নাম। আর এতে কিছুটা স্বস্তিতে রয়েছেন বাংলাদেশে আটকেপড়া ফ্রান্স প্রবাসীরা।
বিশ্বের কয়েকটি দেশ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ওইসব দেশের নাগরিকদের ফ্রান্সে প্রবেশের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার কথা জানায় দেশটির সরকার।
এদিকে বাংলাদেশে সর্বাত্মক লকডাউন আরোপ করায় বিমান চলাচল বন্ধ থাকায় সেখানে আটকে আছেন ফ্রান্স প্রবাসীরা। এতে উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্স থাকা বাংলাদেশি প্রবাসীরা। দেশটিতে এখনো করোনা সংক্রমণ অব্যাহত রয়েছে। কখনো আক্রান্তের সংখ্যা কিছুটা কমছে আবার কখনো বাড়ছে। আবার মৃত্যুর সংখ্যা বাড়ছে কমছে। তবে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে করোনা সংক্রমণ ঠেকাতে।