ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কার লিক হয়ে ২২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। বুধবার জেলার ডা. জাকির হুসেন হাসপাতালে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমমাধ্যম এএনআই জানিয়েছে, হাসপাতালে একটি অক্সিজেন ট্যাঙ্কারে গ্যাস ভরার সময় লিক হয়ে যায়। এর ফলে টানা ৩০ মিনিট হাসপাতালে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এতে ২২ করোনা রোগীর মৃত্যু হয়। যারা মারা গেছেন তারা সবাই ভেন্টিলেশনে ছিলেন এবং তাদের টানা অক্সিজেন সরবরাহ জরুরি ছিল।
এনডিটিভি অনলাইন জানিয়েছে, হাসপাতালটিতে শুধুমাত্র করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হয়। রোগীদের মধ্যে অন্তত ১৫০ জন রয়েছেন যারা অক্সিজেন বা ভেন্টিলেশনের ওপর নির্ভরশীল।
মহারাষ্ট্রের মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী রাজেন্দ্র সিঙ্গানে বলেছেন, ‘এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিক তথ্য অনুসারে এখনো পর্যন্ত ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । ঘটনাটি কীভাবে ঘটল আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছি। ঘটনার তদন্ত হবে। যে বা যারা এই ঘটনার জন্য দায়ী তাদের কাউকে ছাড়া হবে না।’