বাংলা এক্সপ্রেস ডেস্কঃ ভিজিট ( ভ্রমণ) ভিসায় বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত যেতে ইচ্ছুকদের বিএমইটি’র নিবন্ধন করার পরামর্শ দিয়েছে দেশটির রাজধানী আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। শনিবার দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পরামর্শ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেশ ভ্রমণের ক্ষেত্রে কিছু নির্দেশনা অনুসরণ করতেও অনুরোধ করা হয়।
বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি প্রয়োজন ছাড়া দেশ ভ্রমণ পরিহার করার পরামর্শ দেয়া হয়। প্রয়োজনে যারা দেশ ভ্রমণে যাবেন তাদের দেশে পৌঁছার পর নিজ খরচে সরকার কর্তৃক নির্ধারিত হোটেল বা প্রতিষ্ঠানে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন নিশ্চিতের বিষয়টিও এতে উল্লেখ করা হয়।