মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের সামনের পাকা রাস্তার উপর থেকে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই এটিএম তারিকুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল, একটি প্রাইভেটকার সহ দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, অভয়নগর থানাধীন গুয়াখোলা গ্রামের মৃত সহিদুল্লাহ খানের ছেলে মো. বিল্লাল হোসেন (৩২) ও ড্রাইভারপাড়া বৌ বাজারের বাসিন্দা মোঃ মাসুদ মোল্যার স্ত্রী রেকসানা বেগম (২৮)।
শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম বলেন ফেনসিডিল, প্রাইভেটকার সহ দুই জনকে আটকের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন। এই বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু হয়েছে।