এ সময়ের সব্যসাচী লেখক মহীউদ্দীন আকবর মহাকালের পথে পাড়ি জমিয়েছেন। তিনি বুধবার ভোর ৫টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
সাহিত্য সংস্কৃতিতে বহুমাত্রিক গুণের আধিকারী মহীউদ্দীন আকবর একাধারে কবি, ছড়াকার, রম্যলেখক ও চিত্রশিল্পী ছিলেন। মহিউদ্দিন আকবর একজন নজরুল গবেষকও।
তার আরেকটি পরিচয় হলো তিনি একজন মুক্তিযোদ্ধাও। মুক্তিযুদ্ধের একদম শুরু থেকেই তিনি সক্রিয় ছিলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধে তিনি তার ভাই, চাচাসহ একাধিক আপনজনকে হারিয়েছেন।
কবি মহিউদ্দিন আকবর গতকাল দুপুরে তৃতীয়বারের মতো হার্ট এ্যাটাকে পড়েন। সাথে সাথেই তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
জানা গেছে, তার দুটি জানাজা অনুষ্ঠিত হবে। একটি বুধবার বাদ জোহর রাজধানীর বাসাবো ঝিলপাড় মসজিদে। অন্যটি বাদ আসর তার গ্রামের বাড়ি মানেহর মসজিদে। জানাজার সম্পন্ন হওয়ার পর কবি ও ছড়াকার মহিউদ্দিন আকবরের গ্রামের বাড়ি মানেহরের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।