মোঃ রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: সারাদেশের ন্যায় যশোরের শার্শায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমনরোধে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলার নাভারণ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা ও সহকারী কমিশনার (ভুমি) রাশনা শারমিন মিথি যৌথভাবে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। হোটেলে বসিয়ে খাবার পরিবেশন করার অপরাধে নাভারণ বাজারের মুসলিম হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালিককে ৫শত টাকা, সোহান হোটেলের মালিককে ৫শত টাকা, বাগঅঁাচড়া বাজারের রিফাত হোটেল মালিককে ৫শত টাকা, জেহের হোটেল মালিককে ৫শত টাকা এবং মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে বাগআঁচড়া বাজারের আশা ফার্মেসীর মালিককে ৫শত টাকা, মুদি দোকান আনোয়ার ট্রেডার্সের মালিককে ৫শত টাকা, নাভারণ বাজারের দুটি মুদি দোকানে ১ হাজার ও বেনাপোল বাজারের দুটি হার্ডওয়ারের দোকানে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। সরকারি আইন অমান্য করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় উল্লেখিত প্রতিষ্ঠানের মালিকদের এ জরিমানা করা হয় বলে উপজেলা নির্বাহি কর্মকর্তা মীর আলিফ রেজা জানান। এ ছাড়াও অভিযান পরিচালনার সময় বিনা প্রয়োজনে বাজারে অবস্থান করা জনগনের মাঝে উপজেলা প্রশাসন সচেতনতামুলক পরামর্শ প্রদান করেন এবং ফুটপথের চায়ের দোকান বা বিভিন্ন শপিংমল খোলা না রাখার জন্যও পরামর্শ দেন। এসময় উপজেলা
প্রকৌলী এম এম মামুন হাসান উস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় শার্শা থানার পুলিশ সহযোগীতা করেন।