
সংযুক্ত আরব আমিরাত আবারও আলোড়ন সৃষ্টি করলো। আমিরাতে এখন থেকে সরাসরি বাতাস থেকেই বিশুদ্ধ খাবার পানি পাওয়া যাবে!
সংযুক্ত আরব আমিরাতে নতুন এক আশ্চার্য্য ধরণের পদ্ধতি উদ্ভাবন করেছে যা সরাসরি বাতাস থেকে বিশুদ্ধ খাবার পানি তৈরি করতে পারে। আমরা সবাই বায়ু তে অনুভব করতে এবং শ্বাস নিতে পারি – এখন, আবুধাবি এক সংস্থা উন্নত প্রযুক্তি ব্যবহার করে বাতাস থেকে পান যোগ্য বিশুদ্ধ পানীয় উদ্ভাবন করেছে।
উদ্ভাবিত এই পদ্ধতি শীঘ্রই দেশব্যাপী ছড়িয়ে দেয়া হবে বলে কর্তৃপক্ষ পক্ষ জানিয়েছে।
Drop your comments: