আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের এমনিতেই বাড়ছে করোনা অন্য দিকে প্রতি দিন লন্ডন থেকে প্রবাসীদের আগমন। বৃহস্পতিবার (১ লা) এপ্রিল সকাল ১১ টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে তার হিথ্রো বিমানবন্দর থেকে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌছান। এরপর তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে সরকারী নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে সকল যাত্রীদের ১৪ দিনের কোয়ারান্টাইনে পাঠানো হয়।
যে হোটেল গুলোতে কোয়ারেন্টিনে রয়েছেন- হোটেল অনুরাগে ১১ জন, হোটেল নূরজাহানে ৬ জন, হোটেল হলিগেটে ১৭ জন, হোটেল হলি সাইডে ৩ জন, হোটেল স্টার প্যাসিফিকে ১ জন, হোটেল লা রোজে ১৭ জন, হোটেল লা ভিস্তায় ৮ জন, হোটেল রেইন বো গেষ্ট হাউজে ১০ জন ও রয়েল প্লামে আরও ১০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের।