দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন,
হাফিজ জামিল আহমদ। আজ দুবাই বাংলাদেশ দূতাবাসে বাছাই পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হন। বর্তমানে সে আমিরাতের, আল-অইনে অধ্যায়নরত আছেন।
করোনা ভাইরাসের কারণে এবার দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সংস্থা আরব আমীরাতে বসবাসরত পৃথিবীর সকল দেশের হাফিজদেরকে নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে প্রতিযোগি নির্বাচিত করার সিন্ধান্ত নিয়েছেন। সে হিসেবে আজ বাংলাদেশের হাফিজেদেরকে নিয়ে দুবাই দূতাবাস বাছাই পরিক্ষার মাধ্যমে হাফিজ জামিল আহমদ কে নির্বাচিত করেছেন।
উল্লেখ্য, বিগত প্রায় ২৫ বছর থেকে আমিরাতে বিশ্বের অন্তত ৯০ দেশের কুরআন প্রতিযোগিদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে আসছে। কিন্তু করোনার উপদ্রবের কারণে এবার সেটা আমিরাতে বসবাসরতদের মধ্যে সীমাবদ্ধ রেখেছে।