বাংলা এক্সপ্রেস ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সকল নিয়মনীতি মেনে,সামাজিক দূরত্ব বজায় রেখে এশায়াত মাহফিল করেছে অরাজনৈতিক, তরিক্বতভিত্তিক, আধ্যাত্মিক সংগঠন, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ৫৭ নং দুবাই শাখা। ২৮মার্চ(রবিবার) আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইস্থ শাখা কার্যালয়ে পবিত্র শবে বরাতও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা,খলিফায়ে রাসূল (দঃ) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর বেছাল শরীফ স্মরণে এশায়াত মাহফিল মাহফিলের আয়োজন করা হয়।
মাওলানা মোহাম্মদ সোলাইমান এর পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া মাহফিলে নাতে মোস্তাফা পেশ করেন মুহাম্মদ মুছা। শানে দরবারে কাগতিয়া পেশ করেন আহম্মদ কবির,মিল্লাত হোসেন।
মুহাম্মদ মাইনুল ইসলাম জাহেদ এর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন শাখার সহ সচিব প্রকৌশলী মুহাম্মদ জাহেদুল ইসলাম।
৫৭ নং দুবাই শাখার সহ সভাপতি আলহাজ্ব মাহামুদুর হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত মাহফিলে শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য র্শীষক বিশেষ আলোকপাত করেন মাওলানা মুহাম্মদ মুজিবুল করিম সাইমন।
পরিশেষে মিলাদ-ক্বিয়াম ও মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, রোগ মুক্তির জন্য শেফায়ে দায়েমি, দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি,বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীর সুরক্ষা ও মুক্তি এবং কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।