সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে আগামী সপ্তাহ থেকে গাড়ি চালকরা কেবল একটি সংক্ষিপ্ত বার্তা পরিষেবা (এসএমএস) এবং ই-মেইলের মাধ্যমে পার্কিং লঙ্ঘনের বিষয়ে বিজ্ঞপ্তি পাবেন।
ডিজিটাইজেশন কৌশলের সাথে সামঞ্জস্য রেখে সরকারী প্রতিষ্ঠানের কাগজবিহীন আমিরাতের অভিযানের অংশ হিসাবে দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) ঘোষণা করেছে যে ২৮ শে মার্চ রোববার থেকে পার্কিং লঙ্ঘনের জন্য কাগজে লেখা নোটিস বন্ধ করবে। ফলে এখন থেকে ট্রাফিক সংক্রান্ত কোনো জরিমানার ক্ষেত্রে কোনো প্রিন্টকৃত স্লিপ দিবে না। এ সংক্রান্ত তথ্য ইমেইল বা মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে। কর্তৃপক্ষ আমিরাতের যানবাহন মালিকদের আরটিএর গ্রাহক পরিষেবা নম্বরগুলোতে কল করে তাদের বিশদ আপডেট করতে বলেছে।
সকল চালকরা ট্র্যাফিক ফাইলে মোবাইল নম্বর এবং ইমেল আপডেট করতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আমিরাতে শতভাগ কাগজ বিহীন পরিসেবার অংশ হিসেবে এই উদ্যোগ।