বারাকাহ পারমাণবিক শক্তি প্লান্টে পারমাণবিক চুল্লির পরীক্ষা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে আমিরাতি নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশন (ইএনইসি)।
এক টুইট বার্তায় ইএনইসি জানায়, ইতিমধ্যে প্লান্টে তেল সরবরাহ সম্পন্ন হয়ে গেছে। দ্বিতীয় ইউনিটে সফলভাবে ও নিরাপদে তেল সরবরাহ সম্পন্ন করা হয়েছে। এ কাজে নিয়োজিত দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
পারমাণবিক চুল্লি চালু করার প্রেক্ষিতে শক্তি প্লান্টের পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, টুইটে উল্লেখ করা হয়েছে।
Drop your comments: