স্বাধীনতা!একটি ইতিবৃত্ত,
পশ্চিমারা নির্বিচারে করছিল প্রভুত্ব!
স্বাধীনতা!একটি ইতিবৃত্ত,
মর্মঘাতী গণহত্যায় লুপ্ত মমত্ব!
স্বাধীনতা!একটি ইতিবৃত্ত,
তরুণীর তলপেটে দৈত্য হানাদার নৃত্য!
স্বাধীনতা!একটি ইতিবৃত্ত,
আল-বদর,আল-শামস্ নোংরা চিত্তে মত্ত!
স্বাধীনতা!একটি ইতিবৃত্ত,
পাকিস্তানের নিত্য নিপীড়ন তাই যুদ্ধ নিমিত্ত!
স্বাধীনতা!একটি ইতিবৃত্ত,
লক্ষ প্রাণ রক্ত সিক্ত সবুজ পতাকায় বৃত্ত!
সেই পরাধীনতার লোকমুখে স্বাধীনতার এ গল্প!
এক নিষ্ঠুরতার বিশ্ব বারতা যদিওবা অল্প।
বলছিলেন,স্বাধীনতা?
ঠিক এদিনে চারপাশ সুনসান নীরবতা!
তাজ্জব বটে!
দৈনন্দিন ভোরবেলা কত পথচারী হাঁটে,
ঐদিন নিস্তব্ধতা নে কেহ মাঠেঘাটে!
দেখি আঙ্গিনায় শিমুল শিয়রে শকুনের আনাগোনা!
থমকে দাঁড়ালাম,
বারংবার ধাঁধা মনে শকুন’তো দেখি না কারণ বিনা!
ফের তাকালাম শিমুল ফুলের ফাঁক-ফোঁকরে,
এক মোটাসোটা গতর ফেললো নজর আছি ভয়কাতুরে!
ছোঁ মেরে বসছে গিয়ে- লুঙ্গী ছেঁড়া মৃতের পাঁজর তরে;
সংঘবদ্ধ কুকুর ছেঁচড়ায় লাশ-ঐ আমি হতভম্ব-রে!
তরতাজা দেহ রক্তের বুদ্বুদ,
আশপাশে নে কেহ অদ্ভুত!
শকুন উঁচুনিচু গলা টেনে রক্ত পানে তেষ্টা মেটায়!
আমি ঢিল ছোঁড়া চেষ্টায় শকুনকে পিছু হটায়।
কিন্তু পুনরায় ফিরে চাহনি এবার লাশ বুকে,
নখের খোঁচায় ছিঁড়ে কলিজা নেয় মুখে!
কিছু পথ হেঁটে পুকুর ঘাটে আরেকটি লাশ,
সর্বনাশ!
সেই থেকে শুরু নয়টি মাস লাশ আর লাশের চিত্র;
এরপরেই স্বাধীনতা,অঙ্কিত হল বাংলাদেশের মানচিত্র।।
_____________________°°°°°___________________
মোফাচ্ছেল হক শাহেদ
সাধারণ সম্পাদক,
‘কলম সাহিত্য সংসদ লন্ডন’-
সংযুক্ত আরব আমিরাত চ্যাপ্টার।
২৬.০৩.২০২১