নিজস্ব প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে ১৬ বছরের বেশি বয়সী সকলেই বিনামূল্যে পাবেন করোনার টিকা।
স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রনালয় রবিবার (২১ মার্চ) থেকে শুরু হওয়া করোনা টিকার জন্য বুকিং দিতে আমিরাতের সকল নাগরিক এবং বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন। কোথাও কোথাও রেজিস্ট্রেশন ছাড়াও করোনার টিকা দেওয়া হচ্ছে। আইডি কার্ড সাথে নিয়ে পূর্ব অনুমতি ছাড়াই টিকা দেওয়া যাবে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, শীঘ্রই আমিরাতে টিকার শতভাগ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে দেশটির সরকার কাজ চালিয়ে যাচ্ছে।
Drop your comments: