নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিমানবন্দরগুলোতে কথিত এয়ারপোর্ট কন্ট্রাক্ট বন্ধের উদ্যোগ নিয়েছে ইমিগ্রেশনের বিশেষ পুলিশ।
সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশি ভিজিটরদের এখানে এসে বিভিন্ন কর্মক্ষেত্রে ভিসা লাগানোর সুযোগ দিচ্ছে। এতে করে প্রতিদিন শতশত বেকার যুবক আমিরাতে আসা শুরু করেছে। জীবিকার তাগিদে আসা এসব যুবকরা ঢাকায় হয়রানির শিকার হচ্ছে। কথিত এয়ারপোর্ট কন্ট্রাক্টের নামে লাখ টাকা অতিরিক্ত খরচ করে ফ্লাইটে বসার সুযোগ পাচ্ছে।
এমন পরিস্থিতে ঢাকা বিমানবন্দর প্রশাসন জরুরি ভিত্তিতে একটি টিম গঠন করে এই দুর্নীতি বন্ধের উদ্যোগ নিয়েছে। তারা জানিয়েছে, কেউ যদি এয়ারপোর্ট কন্ট্রাক্ট করার কথা বলে তাহলে যোগাযোগ করা জন্য।
সংবাদে দেয়া পোস্টারটিতে প্রশাসনের নম্বর দেয়া আছে।
Drop your comments: