এম আই সুমন,ইবি প্রতিনিধি: অজ্ঞাতনামা সন্ত্রাসীকর্তৃক পৈশাচিক হত্যাকান্ডের শিকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তৌহিদের খুনের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী।
জানা যায়,সাম্প্রতিক করোনাকালীন ছুটিতে কারণবশত বাড়ি না গিয়ে ময়মনসিংহ নগরীর তিনকোণা পুকুরপাড় এলাকায় মেসে অবস্থানরত ছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মোঃ তৌহিদুল ইসলাম। গত ১ মে (শুক্রবার) ভোররাতে সন্ত্রাসীরা ঐ মেসে হানা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে তৌহিদকে।
অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মম এ খুনের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী । হত্যাকান্ডের ৪ দিনেও অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে এক যৌথ সংবাদ বিবৃতি দেন শাখা ছাত্র মৈত্রী’র সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু।
বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ জানান, ১ মে ভোররাতে ময়মনসিংহ নগরীর মেসে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তৌহিদুল ইসলাম নামে মেধাবী এক প্রাণকে সন্ত্রাসী দ্বারা কোপানোর পর নির্মম হত্যার বলী হতে হয়েছে।
নাক্কারজনক এই ঘটনার মধ্য দিয়ে একটি স্বপ্নের মৃত্যু ঘটেছে এবং দেশ এক মেধাবী সম্পদ হারিয়েছে। দুঃখজনক হলেও সত্য যে, ঘটনার ০৪ দিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। কিংবা এই ঘটনার কোন কূল-কিনারা খুঁজে পায়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি দেশের সর্বমহলকে ভাবিয়ে তুলছে। বিজ্ঞপ্তিতে অবিলম্বে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দোষীদের গ্রেফতারপূর্বক খুনের কারণ উদ্ঘাটন ও শাস্তি নিশ্চিতের দাবী জানান ছাত্র মৈত্রী নেতৃবৃন্দ।
বিজ্ঞপ্তিতে মেস-বাসার নিরাপত্তা জোরদারের দাবিতে ছাত্রনেতারা বলেন, করোনা পরিস্থিতিতে দূরপাল্লার যানবাহন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী মেসে আটকা পড়ে আছে। আবার অনেক বাসা-বাড়ি কিংবা মেসের সকল সদস্য বাড়ি চলে যাওয়ায় প্রায়শঃ বিভিন্ন মেসে চুরির ঘটনা প্রকাশ পাচ্ছে।মেসে আটকে পড়া শিক্ষার্থীদের ও বাসা-বাড়ির নিরাপত্তা নিশ্চিতকরণের জোর দাবি জানান তারা।