সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিকেল পৌনে ৩ টার দিকে তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। ইন্না. রাজিউন। গত ১০ই ফেব্রুয়ারি তিনি সংসদ ভবনে করোনার টিকা নিয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন খান। মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে। তিনি গত সপ্তাহে নিজের নির্বাচনী এলাকা সফর করে গেছেন।
এদিকে- জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন খান জানিয়েছেন- মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে আমরা শোকাহত।
তিনি ২০০৮ সাল থেকে পরপর তিন বার এমপি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে অবদান রেখেছেন। পাশাপাশি আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তিনি জানান- বিকেলে জেলা আওয়ামী লীগ বৈঠকে বসবে। লাশ সিলেটে এলে হয়তো স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হতে পারে।