বাংলা এক্সপ্রেস ডেস্কঃ করোনা উপসর্গ থাকায় ইতিহাসবিধ অধ্যাপক মুনতাসীর মামুনকে মুগদা জেনারেল হাসপাতালে এ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হচ্ছে।
ঘনিষ্ঠ সুত্রে জানা যায়, মুনতাসীর মামুনের মাকে করোনা পজিটিভ নিয়ে দুই সপ্তাহ আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ইতিহাসবিদ, সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসীর মামুনের জন্ম ১৯৫১ সালের ২৪ মে ঢাকার ইসলামপুরে নানার বাড়িতে। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে। তার বাবার নাম মেজবাহ উদ্দিন খান এবং মায়ের নাম জাহানারা খান। পিতামাতার তিন পুত্রের মধ্যে তিনি জ্যেষ্ঠ। তিনি ১৯৭৫ সালে বিয়ে করেন। তার স্ত্রী ফাতেমা মামুন একজন ব্যাংক কর্মকর্তা। মুনতাসীর মামুনের দুই ছেলে মিসবাহউদ্দিন মুনতাসীর ও নাবীল মুনতাসীর এবং কন্যা রয়া মুনতাসীর।
Drop your comments: