সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। কট্টর ইসলামপন্থি গোষ্ঠী আল শাবাব এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় লুল ইয়েমেনি নামের এক রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। হামলায় এখন পর্যন্ত অন্তত ৩০ জন আহত হওয়ার কথা জানা গেছে।
খবরে বলা হয়েছে, হঠাৎ একটি গাড়ি বেপরোয়া গতিতে রেস্তোরাঁয় ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় গুলির শব্দও শোনা যায়। পুলিশ পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এবং ঘিরে রেখেছে। দেশটির নিরাপত্তা কর্মকর্তা মোহামেদ ওসমান জানিয়েছেন, হামলাটি খুবই ভয়াবহ ছিলো। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক মানুষ হতাহত হয়ে থাকবে। হতাহতের প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে।