আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ সংযুক্ত আরব আমিরাতে গাড়ির প্লেট নম্বর দৃশ্যমান না হলে সড়ক ও যানবাহন আইনের ২৭ অনুচ্ছেদের আইন অনুযায়ী ৪০০ (প্রায় ৮ হাজা হাজার টাকা) দিরহাম জরিমানা করছে পুলিশ। আমিরাতে গাড়ির নম্বর প্লেট দৃশ্যমান রাখা বাধ্যতামূলক। মালামাল পরিবহনের সময় গাড়ির নম্বর যাতে ঢেকে না যায় সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশটির রাজধানী আবুধাবি পুলিশ সূত্রে জানা যায়, গত বছর ৫,৩৮০ গাড়িচালককে তাদের যানবাহনের নম্বর প্লেট দৃশ্যমান না থাকায় ৪০০ দিরহাম করে জরিমানা করা হয়েছে।
প্রশাসন জানায়, কেউ যদি ইচ্ছেকৃত গাড়ির নম্বর প্লেট গোপন রাখার চেষ্টা করে এবং এলোপাথাড়ি গাড়ি চালায় তাদের বড় অঙ্কের জরিমানা গুনতে হবে।
Drop your comments: