মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি এলাকা থেকে দেড় কেজি ভারতীয় গাঁজা সহ মোঃ ইকবাল হোসেন(২১)নামে এক মাদক বহনকারীকে আটক করেছে র্যাব। আটক ইকবাল নারায়নপুর দক্ষিন পাড়া গ্রামের জাহাঙ্গীর এর ছেলে।
রবিবার(২৮ ফেব্রুয়ারি)বেলা সাড়ে ১২টার দিকে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকের ঘটনাটি জানায় কোম্পানী কমান্ডার র্যাব-৬।
যশোর র্যাব -৬ সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোড়াবাড়ি জননী মেডিকেল হল দোকানের সামনে অভিযান চালিয়ে দেড় কেজি ভারতীয় গাঁজা সহ একজনকে হাতেনাতে আটক করা হয়। তিনি আরো বলেন, উদ্ধার গাঁজা সহ আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বেনাপোল থানায় হস্তান্তর করা হবে।
Drop your comments: