সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ, মূল শহর থেকে ৫০ কিলমিটার উত্তরে রয়েছে আল বিদা কিংবা আল বিদায়া নামের একটি পুরোনো মসজিদ।
মসজিদটির নামকরণ করা হয় ২০০৩ সালে। ফুজাইরাহ প্রশাসনের তথ্যমতে ৬০০ সাল পূর্বে মসজিদটি নির্মাণ করা হয়। কে বা কারা নির্মাণ করেছে তার কোন তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সেই সময়কার বনিকেরা নামাজ আদায় করার জন্য মসজিদটি নির্মাণ করেন। সেই থেকে এখনো নিয়মিত আদায় হচ্ছে নামাজ।
দৃষ্টি নন্দিত মসজিদের সীমানার ভিতরে রয়েছে একটি পানির কোয়া। মসজিদের দর্জা কাঠ দিয়ে তৈরি। মসজিদের ভেতরে রয়েছে চমৎকার মিম্বর। মসজিদে আনুমানিক ১৫/২০ জন মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারবেন।
Drop your comments: