আব্দুল্লাহ আল শাহীন, শারজাহ থেকেঃ “জাতির পিতা আমাদেরকে একটি দেশ দিয়েছেন। সেই পিতার কন্যা নিজেও জাতির জন্য দিনে ১৬-১৭ ঘন্টা কাজ করে যাচ্ছেন। প্রবাসীদের উচিৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকা ও তার জন্য দোয়া করা।”
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ সমিতি শারজা’র উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ কনস্যুলেটের ডেপুটি কনস্যাল জেনারেল মোহাম্মদ শাহেদুল ইসলাম।
তিনি আরো বলেন, “প্রবাসী শিশুদের বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি পরিচয় করিয়ে দিতে যা যা প্রয়োজন তা করা হবে। প্রবাসীদের সেবায় কনস্যুলেট সব সময় খোলা থাকবে। যেকোনো সেবার জন্য আমরা আন্তরিক। আমিরাতে বাংলাদেশের যেকোনো জাতীয় দিবস দেশের নির্ধারিত সময়েই পালন করা হবে।”
রবিবার (২১ ফেব্রুয়ারি) সমিতির বঙ্গবন্ধু হলে আলোচনা সভায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন আলম গফুর। তারপর আমিরাত ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের পরিচালনায় ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল গণি চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন ইঞ্জিনিয়ার আবু জাফর, প্রকৌশলী নওশের আলী, প্রকৌশলী মুরশেদ।
আলোচনা সভায় অংশ নেন প্রকৌশলী শহিদুল ইসলাম, মাজহারুল্লাহ মিয়া, প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার , আরশাদ হোসেন হিরো, নাছের উদ্দিন কায়ছার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা ,শিমুল মোস্তফা সিআইপি ,এসএম শফি ,জাহাঙ্গীর আলম সিআইপি, কামাল হোসেন সুমন, জিলানী প্রমুখ।