যশোর জেলা প্রতিনিধি: হিলফুল ফুজুল সংঘ বেনাপোল মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ করছে।বেনাপোল ছোট আঁচড়া ৮ নং ওয়ার্ডসহ বিভিন্ন গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ইফতার পৌছে দিচ্ছেন হিলফুল ফুজুল সংঘ বেনাপোলের সদস্যরা।বিশেষ করে অসহায় দুস্থ সহ অন্তত ২শ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দিচ্ছেন তারা৷
মাসব্যাপী ইফতার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছেন হিলফুল ফুজুল সংঘ বেনাপোল৷ হিলফুল ফুজুল সংঘ বেনাপোল এর সদস্যদের নিজ অর্থায়নে প্রতিদিন ২শ রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন৷
হিলফুল ফুজুল সংঘ বেনাপোল কয়েকদিন আগে অসহায় দুস্থ কর্মহীন ৫শ পরিবারের মাঝে ১০ দিনের খাদ্য সামগ্রী বাড়িতে গিয়ে তাদের হাতে তুলে দেন৷
হিলফুল ফুজুল সংঘ বেনাপোল এর সদস্য ও বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ আমাদের যশোর জেলা প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে বলেন, অসহায় ও সাধারণ মানুষের বিপদের সময় তাদের পাশে থাকবে হিলফুল ফুজুল সংঘ বেনাপোল এর সদস্যরা ৷ দেশের এই দূর্যোগকালীন সময়ে হিলফুল ফুজুল সংঘ বেনাপোল এর সদস্যরা পবিত্র এই রোজার এক মাস কর্মহীন অসহায় দুস্থ মানুষের বাড়িতে গিয়ে তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছি৷ তিনি আরো বলেন, হিলফুল ফুজুল সংঘ বেনাপোল এর সকল সদস্যদের জন্য আপনারা সবাই দোয়া করবেন৷