গত ০৩/০১/২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১২৫০ ঘটিকার সময় সিপিএসসি, র্যাব- ১০ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর নেতৃত্বে¡ ডিএমপি ঢাকার এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল ইসলাম নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে ৪৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ৫১০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকাসহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে।
Drop your comments: