ফরিদপুর জেলা প্রতিনিধি: সমবায়ের কার্য়ক্রম হিসাবে এই সমিতিটি প্রায় দীর্ঘ ১০ বছর ধরে সুনামের সাথে কাজ করে আসছে। এই সমিতিটি সদস্যদের শেয়ার, সঞ্চয় ও ক্ষুদ্র বিনিময়োগের পাশাপাশি গরুর খামার প্রকল্প, রিকসা প্রকল্প, ৬ মাস মেয়াদী কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার প্রশিক্ষন প্রকল্প রয়েছে। উক্ত সমিতির সভাপতি বাবু অরুপ চক্রবর্ত্তী এবং সম্পাদক বাবু পঙ্কজ নন্দী অত্যন্ত সততা ও দক্ষতার সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে এবং উক্ত সমিতিটি সার্বিক সহযোগিতা করেছেন জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডু, সমিতির উৎপাদনমূখী কার্যক্রমে সহযোগিতায় আজ মাননীয় প্রধানমন্ত্রীর সমবায়ের সাফল্যগাঁথা ২০২০ এ উক্ত প্রতিষ্ঠানটি স্থান পেয়েছে।
উক্ত সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করছে। উল্লেখ্য সাফল্য গাঁথা বইটি গতকাল সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডুর নিকট হতে গ্রহন করেন, ফরিদপুরের ইভা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর কর্ণধর বাবু অরুপ চক্রবর্তী ও পঙ্কজ নন্দী। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় ইন্সপেক্টর হায়দার আলী, ও সমিতির সহ-সভাপতি সুজন অধিকারী প্রমূখ।