
আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: দেবহাটায় পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের তিন নারীসহ মোট ৪ জনকে জখমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে পারুলিয়ার বশিরাবাদ গ্রামের গোলাম রব্বানী দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং- ০৭। মামলার আসামীরা হলেন, বশিরাবাদ গ্রামের অমেদ আলীর ছেলে আমিরুল ইসলাম ওরফে আমির আলী এবং তার দুই ছেলে মামুন (৩৭) ও রায়হান (২২)।
এঘটনার পর সন্ধ্যায় আহত রেহেনা পারভীনের ছেলে সাগর হোসেন তার মাকে মারপিট ও দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের বিষয়ে জানতে চাইলে আসামী আমিরুল ও তার দুই ছেলে মামুন এবং রায়হানসহ অজ্ঞাত কয়েকজন মিলে প্রকাশ্য জনসম্মুখে পুনরায় রেহেনা পারভীন, তার কন্যা জোৎসনা আরা, পুত্র সাগর হোসেন এবং পুত্রবধু জেসমিনকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। একইসাথে তারা আহতদের বাড়ীতে হামলা ও ভাংচুর করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রবিবার রাতে তিনি আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আসিফ মাহমুদ।