মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: মুজিব শতবর্ষে বেনাপোল পৌর এলাকার অসহায়, গরীব ও দুস্থ শীতার্থ নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বেনাপোল পৌর আওয়ামী মহিলা লীগের সদস্য লিলি বেগম ৫০ জন শীতার্ত অসহায় দুস্থ ও প্রতিবন্ধী মানুষদের মাঝে এ কম্বল বিতরন করেন।
মঙ্গলবার(২৩ ডিসেম্বর) বিকালে বেনাপোল কাগমারী বেসরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। কম্বল বিতরনের সময় আরো উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর সভার ৪নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মগর আলী, বিশিষ্ট সমাজ সেবক ডাক্তার সাগর হোসেন ও আ’লীগ নেত্রী মর্জিনা খাতুন ও প্রমুখ।
বেনাপোল পৌর আওয়ামী মহিলা লীগের সদস্য লিলি বেগম বলেন, সারাদেশে হাড় কাঁপানো শীত নামছে। শীতের কারণে বেড়েছে গরিব দুস্থ ও অসহায় মানুষের দুর্ভোগ। বেনাপোল কাগমারী এলাকার গরিব দুস্থ ও অসহায় মানুষেরাও শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্ট লাঘবের জন্য আমি তাদের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছি।