আজিজুর রহমান দুলালঃ সেবাই পুলিশের ধর্ম, এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুর জেলা পুলিশ প্রশাসন আলফাডাঙ্গা থানা পুলিশ ও গ্রাম পুলিশদের সাথে নিয়ে, অসহায়, নদী ভাঙন, প্রতিবন্ধী,পঙ্গু ও শীতার্ত অসহায় মানুষের মাঝে বিনামূল্যে প্রায় শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
গত ২০ ডিসেম্বর (রবিবার) রাত সাড়ে ৭ টায় উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বাঁশতলা বাজারে এসব কম্বল বিতরণ করেন ফরিদপুর জেলা পুলিশ সুপার আলিমুজ্জান।
এসময় উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম , ফরিদপুর জেলা পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসার, এসআই মোঃ আনোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানার এসআই মোঃ মিজানুর রহমান এবং জনপ্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য,পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী খালেদ মোশারফ রঞ্জু প্রমুখ।