পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রাম অঞ্চলে অব্যাহত আছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে কুড়িগ্রামে ৭ ডিগ্রি সেলসিয়াস।
কনকনে ঠাণ্ডার সাথে হিমেল হাওয়া, আছে তীব্র কুয়াশা। এতে অনেক বেলাতে দেখা মিলছে সূর্যের। কোথাও কোথাও আবার সারাদিনই কুয়াশায় ঢাকা থাকছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষ। শীতবস্ত্রের অভাবে মানবেতর দিন কাটছে তাদের।
এদিকে, হাসপাতালগুলোতে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়াসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু আর বয়স্করা।
Drop your comments: