যুক্তরাজ্যে পৌঁছালো করোনা প্রতিরোধক ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের প্রথম চালান। সাউথ লন্ডন হাসপাতালে সংরক্ষণ করা হলো প্রায় ৮ লাখ ডোজ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার থেকে সর্বসাধারণের মধ্যে শুরু হবে টিকাদান কর্মসূচি।
প্রতিষেধকটির সবচেয়ে বড় দুর্বল দিক হলো- সংরক্ষণ পদ্ধতি। মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় মার্কিন ও জার্মান বায়োটেক প্রতিষ্ঠানের নির্মিত টিকাটি। জরুরী প্রয়োজনে রেফ্রিজারেটরেও দুই থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে কয়েকদিন রাখা সম্ভব ভ্যাকসিনটি।
আগামী ১৪ ডিসেম্বর থেকে স্থানীয় চিকিৎসকদের ক্লিনিক এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে টিকার ডোজ সরবরাহ করা হবে। চূড়ান্ত পরীক্ষায় ৯৫ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে ফাইজার-বায়োএনটেকের এ প্রতিষেধক। নেই পার্শ্ব-প্রতিক্রিয়া ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকিও।