আরব মিত্ররা ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দিলেও পাকিস্তান দেবে না। ইসরায়েল নিয়ে পাকিস্তানের যে নীতি ছিল সেটিই বহাল থাকবে বলে জানিয়েছে ইসলামাবাদ।
মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার যে ভিত্তিহীন জল্পনা-কল্পনা করা হচ্ছিল পাকিস্তান সুস্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করা হচ্ছে।’
মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরি বলেছেন, ‘পাকিস্তান দৃঢ়ভাবে ফিলিস্তিনি জনগণের আত্মস্বীকৃতির সম্পূর্ণ অধিকারকে সমর্থন দেয়।
স্থায়ী শান্তির জন্য জাতিসংঘ ও ওআইসির সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী দ্বিরাষ্ট্র সমাধান, ১৯৬৭ সালের পূর্বে থাকা সীমান্ত এবং আল কুদস আল শরিফকে টেকসই, স্বাধীন ও সন্নিহিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানীর ব্যাপারে আমরা ইতিবাচক।’
Drop your comments: