আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি জুলফিকার হোসেন জুয়েলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাশারুল বারী।
গত ২৩ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাশারুল বারী বলেন, জুলফিকার হোসেন জুয়েল দীর্ঘ ১১ বছর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির পদে থেকে রাজনীতিকে ব্যাবহার করেছেন।
বাশারুল বারী বলেন, আলফাডাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কাউকে না জানিয়ে অর্থের বিনিময়ে গোপনে সম্মেলন আহ্বান করে। আমরা এই দুর্নীতিবাজ সভাপতিকে আমাদের উপজেলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার হোসেন জুয়েলের অপসারণ দাবি করে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করছি।
এ ব্যাপারে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার হোসেন জুয়েল বলেন, বাশারুল বারী নামে কাউকে আমি চিনি না।দুই বছর দুই মাস হলো বাশারুল বারী নামে কেউ আমার সাথে কোন যোগাযোগ করে নাই।আলফাডাঙ্গায় কর্মী সম্মেলন করার জন্য বিএনপির সভাপতি আব্দুস সালাম ভাই এবং সাধারণ সম্পাদক মিয়া আকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করেই আলফাডাঙ্গায় গিয়েছিলাম।