হাসপাতাল ছাড়লেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. সোহরাবুজ্জামান তার স্বাস্থ্যের সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষা শেষে রিলিজ দেন।
গত ১৩ অক্টোবর হার্ট অ্যাটাক করেন রিজভী। তার হার্টে একটি ব্লক ধরা পড়ে। পরে ইনজেকশনের মাধ্যমে সেটির ৪০-৪৫ শতাংশ অপসারণ করা হয়। ২১ নভেম্বর হার্টে রিং পরানো হয়।
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনোয়ারুল কাদির বিটু বলেন, ‘বর্তমানে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। কিছুদিন তাকে পূর্ণ বিশ্রামে থেকে নিয়মিত চিকিৎসা নিতে হবে।’
Drop your comments: