রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালানের ঘটনায় এক যাত্রী ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টম হাউস।
এ সময় সোনার চারটি বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়েছে।
ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে সৌদি আরবের দাম্মাম হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০৫০ ফ্লাইটে আগত আকতার হোসেন নামে একজন যাত্রী সন্দেহজনকভাবে মোবাইল ফোনে কথা বলতে বলতে এদিক সেদিক ঘোরাফেরা করছিলেন। এ সময় ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম তাকে চ্যালেঞ্জ করে।
পরে ওই যাত্রীর কাছে সোনার চারটি বার পাওয়া যায়। পরবর্তীতে প্রিভন্টিভ টিমের জিজ্ঞাসাবাদে জানা যায়, ওমর ফারুক নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী সোনার বারগুলো রিসিভ করার জন্য এসেছিলেন। জিজ্ঞাসাবাদে এবং মোবাইল ফোনের কল যাচাই করে এর সত্যতা পাওয়া যায়।
যাত্রী এবং বিমানকর্মীর বিরুদ্ধে বিভাগীয় এবং ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।