যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে চারদিন হতে চললো, বিজয়ী সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সবার নজর এখন যুক্তরাষ্ট্রের দিকে। সবাই জানতে চাইছেন, কে হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট?
নতুন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছে?
এটা এখনো কারো জানা নেই। কারণ ডোনাল্ড ট্রাম্প অথবা জো বাইডেন- দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিজয় নিশ্চিত করার মতো যথেষ্ট ভোট গণনা এখনো শেষ হয়নি।
কিন্তু চূড়ান্ত ফলাফলের সময় খুব কাছেই চলে এসেছে বলে দেখা যাচ্ছে। নতুন ফলাফলও আসতে শুরু করেছে।
মহামারির কারণে এবারের যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিপুল পরিমাণে পোস্টাল ব্যালট পড়েছে। একেকটি রাজ্যে পোস্টাল ব্যালট গণনার একেক ধরনের নিয়ম রয়েছে। সুতরাং প্রতিযোগিতা যদি তীব্র হয়, তখন গণনাতেও সময় বেশি লাগবে।
জো বাইডেন কি বেশি ভোট পাননি?
পেয়েছেন, বেশ বড় ব্যবধানেই পেয়েছেন। কিন্তু বেশি ভোট পেলেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন না।
যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, যে প্রার্থী ইলেকটোরাল কলেজের বেশি ভোট পাবেন, তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
প্রতিটি অঙ্গরাজ্যের জন্য জনসংখ্যার অনুপাতে নির্দিষ্ট সংখ্যক ইলেকটোরাল ভোট থাকে। ওই রাজ্যে যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পাবেন, তিনি সেই রাজ্যের সবগুলো ইলেকটোরাল ভোট পাবেন (মেইন আর নেব্রাস্কা বাদে, যেখানকার পদ্ধতি আরও জটিল)।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য মিলিয়ে ৫৩৮টি ইলেকটোরাল ভোট রয়েছে। বিজয়ী প্রার্থীকে পেতে হবে ২৭০টি ভোট।
এখন তাহলে কীসের জন্য অপেক্ষা?
এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ভোট গণনার ফলাফল জানা গেছে, তাতে জো বাইডেন ২৫৩ ইলেকটোরাল ভোট পেতে যাচ্ছেন। আর ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন ২১৪।
দুই প্রার্থীর জন্যই এখনো ২৭০ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মি. বাইডেন যদি পেনসিলভানিয়ায় জয় পান, তাহলে তিনিই বিজয়ী হয়ে যাবেন। অথবা তিনি যদি জর্জিয়ার সঙ্গে নেভাডা, অ্যারিজোনা অথবা নর্থ ক্যারোলাইনার কোন একটি অঙ্গরাজ্যের ভোট পান, তাহলেও তিনি বিজয়ী হবেন।
বিজয়ী হতে হলে মি. ট্রাম্পকে পেনসিলভানিয়ার সব ভোট তো পেতেই হবে, সেই সঙ্গে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, নেভাডা অথবা অ্যারিজোনার চারটি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত তিনটিতে বিজয়ী হতে হবে।