আজিজুর রহমান দুলালঃ “মুজিব বর্ষের আহবান, যুবকর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১লা নভেম্বর (রবিবার) সকাল ১০টায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা হলরুমে বঙ্গবন্ধু জাতীয় যুবদিবস- ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে ফরিদপুর -১ আসনের এমপি মনজুর হোসেন (বুলবুল) উপস্থিত না থাকায় প্রধান অতিথির দায়িত্ব পালন করেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী।আরো উপস্থিত প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃএ কে এম আসজাদ, মাধ্যমিক শিক্ষা অফসার আব্দুল আওয়াল আকোন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ বজলুর রশিদ, বি আর ডি পি কর্মকর্তা বাবু স্বপন কুমার। অনুষ্ঠানটি পরিচালনা করেন, আলফাডাঙ্গা উপজেলা যুবউন্নন অধিদপ্তরের কর্মকর্তা মোঃ কাজী দেলোয়ার হোসেন। অনুষ্ঠান শেষে ২৪ জন যুবক এবং যুব মহিলাকে ১১ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়।