গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৯২৩ জনে। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩২০ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জন।
আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ১১২টি পরীক্ষাগারে ১১ হাজার ২০৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১১ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন।
Drop your comments: