আমিরাতের গাড়ি চালকদের সতর্ক করলো প্রশাসন। গাড়ি থেকে ব্যবহৃত মাস্ক, গ্লাভস রাস্তাঘাটে ছুড়ে ফেলে স্বাস্থ্য ও পরিবেশকে ঝুঁকিপূর্ণ করলে ১ হাজার দিরহাম (২৩ হাজার টাকা) জরিমানা ও ৬টি ব্ল্যাক পয়েন্ট দেবে আমিরাতের প্রশাসন।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির রাজধানীর পুলিশের অফিসিয়াল টুইটারে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবেশকে নোংরা করলে দেশের আইন অনুযায়ী এই ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার করা হয়। মাস্ক ব্যবহার করে নির্ধারিত আবর্জনায় না ফেলে যত্রতত্র ফেলা অপরাধ।
এদিকে আমিরাতে দ্বিতীয় দফায় লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন হাজারের উপর শনাক্ত হচ্ছে।
Drop your comments: