১০ মাসেও করোনা ঝড় থামেনি। রোজ আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। কোভিড ১৯-এ মৃত্যুর স্তূপ বাড়তে বাড়তে পাহাড়সম হচ্ছে। এরই মধ্যে বিশ্বে ১১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।
আন্তর্জাতিক এ ওয়েবসাইটের তথ্যমতে, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১৪ লাখ ৯৪ হাজার ৮১৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৯ লাখ ১৭ হাজার ৪৮৭ জন। আর ১১ লাখ ৩৬ হাজার ৪৬৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
এদিকে করোনার সর্বশেষ তথ্যদাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বের চার কোটি ১১ লাখ ৪৮ হাজার ৪২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ লাখ ৩০ হাজার ৪০৫ জনের।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এর পর তা ছড়িয়ে পড়ে বিশ্বের অন্যান্য দেশেও। এ পর্যন্ত বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ৮৫ লাখ ৮৪ হাজার ৮১৯ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ২৭ হাজার ৪০৯ জনের।
যুক্তরাষ্ট্রের পর আক্রান্ত ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দেশ ভারত। ভারতে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৭৭ লাখ ৫১ হাজার ১৫৮ জন। দেশটিতে মৃত্যু হয়েছে গেছেন ১ লাখ ১৬ হাজার ৬৫৩ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৬৪৯। এর মধ্যে এক লাখ ৫৫ হাজার ৪৫৯ জনের মৃত্যু হয়েছে।