বিরোধীয় কারাবাখের জাবরাইলে আর্মেনীয় সেনাবাহিনীকে পরাস্ত করে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র-গোলাবারুদ দখলে নিল আজারবাইজানের সেনাবাহিনী। মঙ্গলবার রাতভর সম্মুখ যুদ্ধের পর আর্মেনিয়া দখল থেকে একটি গ্রাম দখলমুক্ত করে আজেরি সেনাবাহিনী।
বুধবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করে। আজেরি সংবাদমাধ্যম আজভিশন জানিয়েছে, যুদ্ধরত অঞ্চলটিতে ব্যবহৃত বেশ কিছু ট্যাংক রেখে পালিয়ে যায় শত্রুপক্ষ।এছাড়া আরও কয়েকটি অঞ্চলে তীব্র আক্রমণের মুখে আর্মেনীয় বাহিনী সামরিক যানবহন, গোলাবারুদ, রকেট লাঞ্চার, বিভিন্ন ধরনে অস্ত্র, গুলিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি ফেলে যায়।
এছাড়া মঙ্গলবার রাত থেকে আঘদারা, ফুজুলি, জাবরাইল এবং গুবাদলি এলাকায় সম্মুখ যুদ্ধ হয়। এসব এলাকায় ব্যাপক আকারে ক্ষয়ক্ষতির মুখে পড়ে আর্মেনীয় বাহিনী। তাদের বেশ কিছু গোলাবারুদ ও বাহিনীর সদস্যদের প্রাণহানি ঘটে।