একের পর এক বন্ধ করে দেয়া হচ্ছে ফ্রান্সের মসজিদ ও ইসলামিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। চলতি বছরের গোড়ার দিক থেকে এ পর্যন্ত কমপক্ষে ৭৩টি মসজিদ বন্ধ হয়ে গেছে জানান স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। ইসলামি উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, গত মাসে হেরাল্ট এলাকায় একটি মসজিদ, বেসরকারি স্কুল এবং নয়টি দোকান বন্ধ করে দেয়া হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ফ্রান্স থেকে শতাধিক বিদেশিকে বের করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, ‘ফরাসি ভূখণ্ডে অবৈধভাবে অবস্থান করা ২৩১ বিদেশিকে অবশ্যই বহিষ্কার করা হবে। তারা চরমপন্থি বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে ১৮০ জনকে কারাগারে পাঠানো হয়েছে। এতে পুরো ফ্রান্স এবং মুসলিম কমিউনিটিতে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।
Drop your comments: