![IMG_20201018_223622](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/10/IMG_20201018_223622.jpg)
আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আলফাডাঙ্গা আওয়ামীলীগ পরিবারের উদ্যােগে ফরিদপুর -১ আসন (আলফাডাঙ্গা,বোয়ালমারী, মধুখালি)এর এমপি মনজুর হোসেন বুলবুলের উপস্থিতিতে কেক কেটে জন্মদিন পালিত হয়েছে।
১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু-খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে শিশু রাসেলকেও হত্যা করেছিল।
আজ রাত ১০টায় আওয়ামীলীগে পরিবার অফিসে কেক কাটা হয়।এ সময় উপস্থিত ছিলেন,সাবেক আওয়ামী লীগের সভাপতি হারেজউদ্দীন আহম্মেদ, বাংলাদেশ ছাত্রলীগে সাবেক সহ-সভাপতি শরীফ কায়সার রহমান,আলফাডাঙ্গা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আকরামুজ্জামান কুয়েতি আকরাম, টগরবন্দ আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন, তরুণ যুবনেতা আব্দুর রহমান জিকো,সহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।