পুরুষদের আইপিএলের মতো নারী আইপিএলও আয়োজিত হতে যাচ্ছে আরব আমিরাতে। ৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নারীদের এ আয়োজন।
নারীদের আইপিএলে অংশ নেবে সুপারনোভাস, ট্রেইলব্লেজার্স ও ভেলোসিটি এ তিনটি দল। তিন দলের অধিনায়কও ঘোষণা করা হয়েছে। সুপারনোভাসের নেতৃত্ব দেবেন হারমনপ্রিত কউর, ট্রেইলব্লেজার্সে হয়ে অধিনায়কত্ব করবেন স্মৃতি মান্ধনা ও ভেলোসিটির দায়িত্বে থাকবেন মিতালি রাজ।
এই টুর্নামেন্টে খেলবেন দুই বাংলাদেশি নারী ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। টাইগ্রেস সালমা মাঠে নামবেন ট্রেইলব্ল্যাজার্সের হয়ে। অন্যদিকে জাহানারা খেলবেন ভেলোসিটির হয়ে।
টুর্নামেন্ট শুরুর আগে দুবাইয়ে হোটেলে বায়ো সিকিউর বাবলে রাখা হবে তিন দলের সবাইকে। প্রথম রাউন্ডের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৪, ৫ ও ৭ নভেম্বর। চার ম্যাচের এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে ৯ নভেম্বর। উল্লেখ্য, নারী আইপিএলের আগের দুই আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাস।