আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বাকাঁইল মাদ্রাসার পাশ্বে মাহাবুর রহমানের ভাড়া বাসায় গ্যাসের চুলা জালাতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে আলফাডাঙ্গা সিটি ব্যাংকের সিনিয়র কাষ্ঠমার সার্ভিস অফিসার মোঃ শফিকুল রহমান(৩২) নামে এক ব্যক্তির গুরুতর আহত হয়েছিল।
বৃহস্পতিবার (১ অক্টোবর ) সকাল ৮:৩০ মিনিটের সময় স্ত্রী বাসায় না থাকায় নিজেই কিচেন রুমে ডুকে গ্যাসের চুলা জানাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শিকার হয়েছিলেন তিনি।
তবে মুখমণ্ডল বাদে তার শরীরের অনেকটা অংশই পুড়ে গিয়েছিল। পরে আহত ব্যাক্তিকে উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিকে, অফিসের কর্মকর্তারা উন্নত চিকিৎসার জন্য হেলিকাপ্টর যোগে তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্ত্তি করা হয়েছিল।আজ ৯ অক্টোবর বিকাল ৪টায় তিনি মারা যান।তার গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানায়।