বাংলা এক্সপ্রেস প্রতিবেদকঃ সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম আল আইন কেন্দ্রীয় কমিটির সভাপতি, বাংলাদেশ বন্ধু ফোরাম এবং বাংলাদেশ কালচার সেন্টার এর উপদেষ্টা আলহাজ্ব এইচ, এম, ফয়েজ উল্লাহর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় আল আইনের আল-ফুআ’ কবরস্থান এরিয়াতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আলহাজ্ব শরাফত আলী, জাকির হোসেন খতিব, এম. এ. খায়ের নিজামী, নাছের উল্লাহ নাছের, এস,এম,মোদাচ্ছের শাহ, সোহেল হোসন খান, সাংবাদিক সরওয়ার উদ্দীন রণি, সরওয়ার আলম ভুট্টু, নুরুল হুদা বাবুল, মোঃজাবেদ,জসিম উদ্দিন, জিয়াউদিন বাবলু, রুবেল,আতাউর রহমান, আবু হায়দার মাহের, জসিম উদ্দীন সহ আরো অনেকেই।
জানাজা শেষে আমিরাতের করোনাকালীন আইন অনুযায়ী মরহুমের ৩ সন্তানসহ ১০ জনের উপস্থিতিতে দাফন ও মোনাজাত সম্পন্ন হয়।
শুক্রবার দুপুর আল আইনের আল-তাওয়াম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই গুণিজনের মৃত্যু হয়। মরহুমের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার গড়দোয়ারা গ্রামে। তিনি বিগত প্রায় ৪০ বছর থেকে আমিরাতে সফলতার সাথে ব্যবসা করে আসছিলেন।
এদিকে এইচ এম ফয়েজুল্লাহর মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক বার্তায় তার পরিবারর প্রতি সমবেদনা জানিয়েছেন।