কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর মহিলা ডিগ্রী কলেজ এর “উন্নয়ন ভাবনা শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে “উন্নয়ন ভাবনা শীর্ষক” আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৭ কুড়িগ্রাম-৩ আসনের অধ্যপক এম এ মতিন, বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নুর-এ- জান্নাত রুমি, পরিচালনা পর্ষদের সদস্য জহুরুল হক, সহকারি অধ্যপক-শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।
সহকারি অধ্যাপক আবুল হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। উক্ত আলোচনা সভায় পরিচালনা পর্ষদের সদস্য ও সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।
Drop your comments: