মোঃ রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোর জেলার চৌগাছায় থানা পুলিশের অভিযান ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আলীমুন্নেছা ওরফে রেক্সোনা(৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।
রবিবার (৪ঠা অক্টোবর) দুপুরে তার নিজ বাড়ি থেকে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত নারী মাদক ব্যবসায়ী চৌগাছা থানাধীন চান্দাআফরা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বাংলা এক্সপ্রেস কে বলেন, গোপন সংবাদে জানতে পারি আটককৃত নারী মাদক ব্যবসায়ী আলীমুন্নেছা বাড়িতে ফেন্সিডিল ব্যবসা করে এবং তার ঘরের ভিতরে অভিনব পন্থায় ফেন্সিডিল লুকানো আছে এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ভিকটিমকে হাতেনাতে আটক করা হয়। মাদক ব্যবসায়ী আলীমুন্নেছা রেক্সোনার নামে ইতিপূর্বে চৌগাছা থানায় আরো চারটি মামলা রয়েছে।