আওয়ামী লীগ ক্ষমতায় ছিলো বলেই করোনা দুর্যোগে মানুষ সহায়তা পেয়েছে। অন্য কেউ থাকলে এই মহামারিতে কতো মানুষের মৃত্যু হতো তা ভাবনাতীত। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে গণভবনে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এসব কথা বলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি আরও বলেন, নানা কথা কথা বললেও অন্য কোন দলই জনগণের পাশে দাঁড়ায়নি।
বৈঠকের সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী বলেন,তৃণমূলে শক্ত অবস্থানের কারণেই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে পেরেছে আওয়ামী লীগ। করোনায় প্রাণও হারিয়েছেন ৫২২ জন নেতাকর্মী। চলমান দুর্যোগে দলের পাশাপাশি প্রশাসনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
মহামারির মাঝে খাদ্য সংকট প্রতিরোধে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান আওয়ামী লীগ সভানেত্রী।