যুক্তরাষ্ট্রের ওহাইও’র ক্লিভল্যান্ডে শেষ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের মধ্যে প্রথম নির্বাচনী বিতর্ক। বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় শুরু হয়ে দেড় ঘণ্টা ধরে চলে এ বিতর্ক। সরাসরি নির্বাচনী বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিয়েছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। তিনি ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পোষা কুকুরছানা’ বলেছেন। খবর এএফপির।
করোনাভাইরাস, বৈদেশিক নীতিসহ বিভিন্ন ইস্যুতে দুই প্রার্থী কথার বাক্যে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, বাইডেনকে বাড়তি সুবিধা দিতেই গণমাধ্যম তার বিরুদ্ধে মিথ্যাচার করছে।
ট্রাম্পের আয়কর ফাঁকি দেওয়া নিয়ে নিউইয়র্ক টাইমসে প্রতিবেদন প্রকাশের পর এ বিতর্ক অনুষ্ঠিত হওয়ায়, যুক্তরাষ্ট্রের নির্বাচনী মাঠে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে।
আয়কর ফাঁকি দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের জবাবে ট্রাম্প দাবি করেন, তিনি কয়েক মিলিয়ন ডলার ট্যাক্স পরিশোধ করেছেন।
অন্যদিকে বাইডেন দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কারণেই করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে অধিক প্রাণহানি হয়েছে। যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের কয়েক কোটি মানুষ ট্রাম্প এবং বাইডেনের মধ্যকার বিতর্ক উপভোগ করেন।
দুই প্রার্থীর বিতর্কে গঠনমূলক আলোচনার চেয়ে ব্যক্তিগত আক্রমণই প্রাধান্য পেয়েছে। বিভিন্ন ইস্যুতে একে অপরকে ছেড়ে কথা বলেননি। ট্রাম্পের কর ফাঁকি, করোনাভাইরাস নিয়ে উদাসীন নীতি, রাশিয়ার সঙ্গে সম্পর্ক, মিথ্যাচারিতা নিয়ে প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেন বাইডেন। ছেড়ে কথা বলেননি রিপাবলিকান প্রার্থী ট্রাম্পও। তিনি বাইডেনকে চালাকি না করার পরামর্শ দেন। সেই সঙ্গে মাস্ক পড়া নিয়ে নাটক করতে বারণ করেন।
আসন্ন ৩ নভেম্বর নির্বাচনের ৩৫ দিন আগে স্থানীয় সময় মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে উত্তপ্ত এই বিতর্ক চলে। তারা বিশ্বাসযোগ্যতা ও কর্মদক্ষতা নিয়ে একে অন্যকে আক্রমণ করেন।